Adobe After Effects হল মোশন গ্রাফিক্স এবং ভিজ্যুয়াল এফেক্টের জন্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড টুল । শিল্পী এবং পোস্ট প্রোডাকশন পেশাদাররা ফিল্ম, টিভি, ভিডিও এবং ওয়েবের জন্য দৃশ্যত অত্যাশ্চর্য কাজ তৈরি করতে আফটার ইফেক্টের উপর নির্ভর করে। এই সব কিছু শিখা একটু সময় সাপেক্ষ ব্যাপার যা একসাথে শিখা সম্ভব না।
তবে আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এবং আফটার এফেক্টস দিয়ে মোশন গ্রাফিক্স ভিডিও তৈরী করতে চান এবং বিভিন্ন অনলাইন প্লাটফর্মে কাজ করে ইনকাম করতে চান তাহলে আফটার এফেক্টস টেমপ্লেট এডিটিং শিখতে পারেন এবং এই কোর্স টি আপনার জন্য !
প্রয়োজন -
- মোটামোটি ভালো কনফিগারেশন এর একটি কম্পিউটার
- ইন্টারনেট কানেকশন
- কম্পিউটার ব্যবহারে পারদর্শী
( এডোবি যেকোনো সফটওয়্যার সম্পর্কে আইডিয়া থাকে সহজে বুজতে পারবেন )
কোর্স বিবরণ :
এডোবি আফটার ইফেক্ট টেমপ্লেট এডিটিং
সফটওয়্যার : এডোবি আফটার এফেক্টস সিসি ( সফটওয়্যার এবং ইনস্টল সাপোর্ট দেয়া হবে )
টোটাল ক্লাস : ২ ঘন্টা করে ৭ টি
কোর্স সময়কাল : ১৫ দিন
লাইভ ক্লাস সফটওয়্যার : Zoom, google meet অথবা Skype
কোর্স টি স্টার্ট করতে অর্ডার প্লেস করে পেমেন্ট সম্পূর্ণ করুন ।
যেকোনো তথ্য জানতে ইনবক্স করুন।
ধন্যবাদ
No reviews found!
No comments found for this product. Be the first to comment!